First Security Islami Bank PLC : Probationary Officer (PO) Viva Questions

বহুল প্রতীক্ষিত First Security Islami Bank PLC এর প্রবেশনারী অফিসারের লিখিত পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যারা ভাইবা এর জন্য মনোনীত হয়েছেন, তাদের সবাইকে মোবাইলে মেসেজ করা হয়েছে। 



শুধু একটি গোছানো ও কনফিডেন্ট ভাইবা আপনাকে সোনার হরিণ এনে দিতে পারে। তাই আর বিন্দুমাত্র কালক্ষেপণ না করে আজই ভাইবা এর জন্য জোর প্রস্তুতি নিন।

কেমন হতে পারে আপনার ভাইবা:  ভাইবাতে সাধারণত ৫/৭ মিনিট প্রশ্ন করা হতে পারে। এক নজর দেখে নিন ডেমো ভাইবার প্রশ্ন।

Viva Preparation: First security Islami Bank PLC 

Probationary Officer

Questions (According to previous PO Viva)

প্রশ্নসমূহ: 

  1. চেয়ারম্যান কে
  2. ফার্স্ট সিকিউরিটি কবে ইসলামি ব্যাংক হিসেবে যাএা করে।
  3. PLC এর পূর্নরুপ কি
  4. বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী বলুন
  5. ইসলামি & কমার্শিয়াল ব্যাংকের পার্থক্য
  6. CTR, STR, SLR, CRR কি, ইসলামি ব্যাংকেরটা জেনে যাবেন
  7.  Monetary policy
  8. প্রবেশনারি অফিসারের কাজ কি
  9. call money কি
  10.  Difference between profit & interest
  11. আল্লাহ ব্যবসায়কে করেছেন হালাল & সুূদকে হারাম। কোন সূরার কত নং আয়াত।
  12. introduce yourself
  13.  Academic qualification
  14.  নিজ বিষয়, গুরুত্ব দিন সবচেয়ে বেশি। 

Post a Comment (0)
Previous Post Next Post